শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢামেকে এক ঘণ্টা অবরুদ্ধ আসিফ নজরুল, বেরোলেন বাগান গেট দিয়ে *** কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য *** আসিফ নজরুলকে 'ভণ্ডামি বাদ দিতে' বললেন হাসনাত আবদুল্লাহ *** অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল ও জরিমানা *** মুরগি খাওয়া রোধে পাতা ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ *** আর্জেন্টিনার হয়ে মেসির সময় তাহলে ফুরিয়ে এল *** লতিফ সিদ্দিকী যা বললেন আদালতে *** ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান *** আটকের ১২ ঘণ্টা পর মামলা লতিফ সিদ্দিকী, শিক্ষক কার্জনসহ ১৬ জন কারাগারে *** নির্বাচনী কর্মকর্তাদের জুতার মালা ও জেলের কথা মনে করিয়ে দিলেন ইসি

মেরুলা অয়েলের ম্যাজিক্যাল গুণাগুণ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

অলিভ অয়েল, জোজোবা অয়েল, আরগান অয়েল বা আমন্ড অয়েল। এই তেলগুলোর কথা তো অনেক শুনেছেন। সৌন্দর্যচর্চায় এগুলোর ব্যবহার অনেক। আপনি নিজেও হয়তো এগুলো ব্যবহার করে থাকেন। কিন্তু মেরুলা অয়েলের কথা কখনো শুনেছেন? না শুনে থাকলে, চলুন জেনে আসি।

মেরুলা আফ্রিকার দক্ষিণ অঞ্চলের গাছ। এই গাছের ফল থেকেই আসে মেরুলা অয়েল। ত্বক, চুলের যত্ন আর অন্যান্য ঔষধি গুণাগুণের কারণে এই তেল মিরাকেল হিসেবে পরিচিত। এর ব্যবহারও অনেক পুরনো। খ্রিস্টপূর্ব ১০,০০০ বছর আগেও মেরুলা অয়েল ব্যবহারের ইতিহাস মেলে। হাজার হাজার বছর ধরে আফ্রিকার জুলু ও সোঙ্গা নারীরা ত্বকের যত্ন নিতে ব্যবহার করে আসছেন। তাছাড়া, আফ্রিকার মিথেও এই গাছের আধ্যাত্মিক ভূমিকার উল্লেখ পাওয়া যায়।

ইতিহাস রেখে মেরুলা অয়েলের গুণের কথায় আসি। মেরুলা অয়েলের মধ্যে রয়েছে অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টি-অক্সিডেন্ট। তাই এটি ত্বক ও চুলের যত্নে খুবই কার্যকরী। মেরুলা অয়েল ত্বক আর্দ্র রাখে, বলিরেখা দূর করে, তারুণ্য ফিরিয়ে আনে ও চুল করে কোমল-সিল্কি।

মেরুলা অয়েল একটি দারুণ প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে পরিচিত। এটি অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন-ই তে পরিপূর্ণ। তাই মেরুলা অয়েল ত্বকে পুষ্টি জোগায় ও দ্রুত রিপেয়ারে সাহায্য করে। মেরুলা অয়েল হালকা ও এর মধ্যে নন-গ্রিজি টেক্সচার আছে। তাই এটি সব স্কিনেই ব্যবহার করা যায়।

আরো পড়ুন: খিদে কমাবে সুস্বাদু ও পুষ্টিকর খাবার  স্প্রাউটস

মেরুলা অয়েল ব্যবহার করা খুব জটিল কোনো বিষয় নয়। তারুণ্যদীপ্ত, উজ্জ্বল ও সুস্থ ত্বকের জন্য প্রতিদিন কয়েক ফোঁটা মেরুলা অয়েল মুখ, ঘাড়, হাত ও যেখানে বাড়তি ময়েশ্চারাইজার প্রয়োজন সেখানে ব্যবহার করুন। ডার্ক সার্কেল ও বলিরেখা দূর করতে চোখের নিচে ১/২ ফোঁটা মেরুলা অয়েল প্রয়োগ করলে ভালো ফল পাবেন। চুলের ক্ষেত্রে হাতের তালুতে কয়েক ফোঁটা মেরুলা অয়েল ঘষে পরিষ্কার ও ভেজা চুলে ব্যবহার করতে পারেন।

এম এইচ ডি/ আই. কে. জে/

লাইফস্টাইল মেরুলা অয়েল ময়েশ্চারাইজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন